[জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) – লেকচার ১]
[জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) – লেকচার ২]
কোর্স পরিচিতি : “জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS)”
পটভূমি
সাম্প্রতিক সময়ে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) বিষয়টি বহুল প্রচলিত হয়ে উঠছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে শুরুর দিকে শুধুমাত্র ভূগোল ও নগর পরিকল্পনাবিদগণ ‘জিআইএস’ নিয়ে কর্মরত থাকলেও; বর্তমানে পুরকৌশলী, স্থপতি, পরিবেশবিদ, কম্পিউটার প্রকৌশলী, ভূতত্ত্ববিদ, কৃষিবিদ, অরণ্যবিদ, বাস্তব্যবিদ্যাবিদ, বিপণনবিদ, ব্যবস্থাপনাবিদ, প্রত্নতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ, ভূমি-জরিপকারী এবং অন্যান্য পেশার মধ্যে এই বিষয়টি খুবই জনপ্রিয় হয়েছে। এমনকি বাংলাদেশসহ সারাবিশ্বে বিভিন্ন ধরণের গবেষণা, ব্যবসায়িক এবং পেশাগত কর্মকাণ্ডে ‘GIS’ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কোর্সটির উদ্দেশ্য
বর্তমান সময়ের ‘GIS’-এর এই ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করা এবং বাংলা ভাষায় ‘জিআইএস’ এর জ্ঞানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়াই হল এই কোর্সের প্রধান উদ্দেশ্য।
কোর্সটি কারা করবেন?
‘GIS’ বর্তমানে বাংলাদেশের প্রায় সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে থাকে। কিন্তু বাংলায় ‘জিআইএস’ এর কোন পাঠ্য-বই নেই। এই চিন্তাকে মাথায় রেখেই কোর্সটির পরিকল্পনা করা হয়েছে।
এই কোর্সটি মূলত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য সাজানো হয়েছে। কিন্তু ‘GIS’ পেশায় নিযুক্ত চাকুরিজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ভূগোলবিদ এবং সংশ্লিষ্ট সকলের জন্যই এই কোর্সটি উন্মুক্ত।
কোর্সটি ‘খুবই নবিশ’ পর্যায় থেকে শুরু করে ‘অগ্রসর’ পর্যায়ে শেষ হবে।
কোর্সটি কীভাবে পরিচালিত হবে?
কোর্সটি মূলত আমি শুরু করেছিলাম শিক্ষক ওয়েবসাইটে ২০১২ সালের পহেলা সেপ্টেম্বর থেকে। কোর্সটির ৭৫% হবে ব্যবহারিক (Practical)। প্রত্যেকটি ব্যবহারিক ক্লাসের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব (Theory) খুব সহজ ভাষায় অল্প পরিমাণে থাকবে। হাতে-কলমে কিভাবে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন এই বিষয়েই বেশি গুরুত্ব দেয়া হবে।
ব্যবহারিক অংশের জন্য এই কোর্সটিতে “ArcGIS 10” সফটওয়্যার ব্যবহার করা হবে। যেহেতু এই সফটওয়্যারটি ‘জিআইএস’ জগতের সকল ক্ষেত্রে বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই “ArcGIS 10” বেছে নেয়া হয়েছে।
কিছু কথা
জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) এই শব্দ তিনটিকে বাংলা করলে হবে “ভৌগোলিক তথ্য ব্যবস্থা”। কিন্তু এই ধরণের প্রযুক্তিগত বিষয় পড়ানোর জন্য ক্ষেত্র বিশেষে ইংরেজি শব্দ ব্যবহার করাই ভাল। আমি সমগ্র কোর্সটি বাংলা ভাষাতেই বর্ণনা করতে চেষ্টা করব, কিন্তু কোথাও যদি ইংরেজি শব্দ ব্যবহার করি তাহলে বুঝবেন যে আমাকে তা নিরুপায় হয়েই করতে হয়েছে।
‘জিআইএস’ কোর্সের পাঠ্যসূচী
আমি আশা করছি, সর্বমোট ১৫টি লেকচার এই কোর্সের আওতায় প্রকাশ করব। নিম্নে এই ‘GIS’ কোর্সটিতে কি কি পড়ানো হবে তার একটি প্রাথমিক ধারণা দেয়া হলঃ
- GIS- ভূমিকা, সংজ্ঞা, সংক্ষিপ্ত ইতিহাস এবং বিভিন্ন পরিপ্রেক্ষিত
- Map Projections এবং Coordinate Systems
- ArcGIS – ArcMap, ArcCatalog এবং ArcToolbox
- GIS ডাটাবেস তৈরিকরণ, Digitisation এবং ডাটা Editing
- Geo-Referencing of Image
- মৌলিক Geo-Processing
- Spatial Analysis
- Digital মানচিত্রাঙ্কনবিদ্যা
- Remote Sensing-এর হাতেখড়ি
- Image Classification এবং Image Analysis
____________________________________________________________________
কোর্স সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে দয়া করে নিচের মন্তব্য অংশে লিখবেন। আমি যতটুকু সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ!